ঈদবস্ত্র মেলা এখনও জমে উঠেনি

নিজস্ব প্রতিবেদক »

প্রতিবছরই রমজানের শুরুতে দেশের নানা প্রান্তের পোশাক ব্যবসায়ীরা চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে আয়োজিত ঈদবস্ত্র মেলায় অংশগ্রহণ করে থাকেন। ঈদের কেনাকাটায় নগরবাসী লুফে নেন দেশের বিভিন্ন স্থানের জনপ্রিয় পোশাক ও নানা পণ্য। কিন্তু এবারের মেলা এখনও জমে উঠেনি। দর্শনার্থী শূন্য এ মেলায় অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা।

২৭ মার্চ বিকাল ৫টায় চট্টগ্রাম জিইসি কনভেনশন হল চত্বরে ‘ঈদবস্ত্র জামদানি ও ক্ষুদ্র শিল্পমেলার’ উদ্বোধন করা হয়। প্রতিবছর এ মেলায় নানান পেশার মানুষের ভিড় থাকলেও এ বছর এখনও জমে উঠেনি মেলা। এ নিয়ে হতাশা দেখা দিয়েছে বিক্রেতাদের মধ্যে। তবে আগামী দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত।

মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৪০টি মতো দোকানে ব্যবসায়ীরা পোশাক ও আনুসাঙ্গিক জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে আছেন। তারা এসেছেন ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুয়াকাটাসহ দেশের নানা প্রান্ত থেকে। তবে এতো আয়োজন করেও তারা পুষিয়ে উঠতে পারছেনা। এবারের মেলায় ক্রেতার সংখ্যা নিতান্তই কম।

নারায়াণগঞ্জ থেকে আসা জামদানি শিল্প প্রতিষ্ঠান তিশা জামদানির বিক্রেতা মোহাম্মদ বাপ্পী বলেন, ‘আসলে অন্যান্য বছরের তুলনায় এ বছর কাস্টমার কম। বাণিজ্য মেলা গেল কদিন আগে। এ ছাড়া মাসের শেষ, সবাই বেতন পায়নি। সবকিছু মিলিয়ে কাস্টমার এবার কম। সব আইটেমই স্লো বিক্রি হচ্ছে। কেনাকাটা এখনও শুরুই হয়নি।’
নাজমা গার্মেন্টসের বিক্রেতা মোহাম্মদ সুজন শেখ বলেন, ‘আমরা গত বছরগুলোতে মেলায় অংশ নেইনি। এখানে কেনাকাটা এখনো শুরুই হয়নি। সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত টুকিটাকি কেনাকাটা হয়। হয়তো এপ্রিলের ৫ তারিখ কিংবা ১০ তারিখের পর কেনাকাটা হতে পারে।’