ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আগের দিনই সাকিব আল হাসানকে নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার। শেষ পর্যন্ত দুঃসংবাদই শুনতে হলো। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চোট থেকে সেরে উঠতে সাকিবের কয়েক সপ্তাহ লাগতে পারে।

টুর্নামেন্টে তিন ম্যাচ হেরে এমনিতেই কঠিন পরিস্থিতিতে পুরো দল। এবার সেরা অলরাউন্ডারকে হারানো বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কার। এর আগে মোহাম্মদ সাইফউদ্দিন পিঠের ইনজুরিতে দেশে ফিরে এসেছেন।

সাকিব চোট পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেদিন চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোটটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। তাতে তিনি কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। এই চোটের কারণে ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়েও নামেন সাকিব। যদিও প্রথমবার ওপেনিংয়ে নেমে ৯ রানেই ফিরতে হয়েছে।

সুপার টুয়েলভে বাংলাদেশের আরও দুটি ম্যাচ রয়েছে। ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মাহমুদউল্লাহরা।