ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

সুপ্রভাত ডেস্ক »

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অবৈধভাবে তাঁরা নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিলেন। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় (ঠান্ডায় শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে মারা যান বলে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঠান্ডায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসায় ওই বাংলাদেশিরা প্রাণ হারিয়েছেন। লামপিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পান। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও।

লাম্পেদুসা দ্বীপের মেয়র সালভারোতে মারতেল্লো এই বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নৌকায় ২৮০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের অধিকাংশ বাংলাদেশ মিসরের বাসিন্দা।

হাজারো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট হলো ইতালি। গত কয়েক মাসে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর ঘটনা বেড়েছে।

ইতালি সরকারের তথ্য অনুসারে, ২৪ জানুয়ারি পর্যন্ত দেশটির বন্দরে হাজার ৭৫১ জন অভিবাসী অবতরণ করেছে।