আড়াই লাখ দিরহাম পাচারকালে সাতকানিয়ার বাসিন্দা আটক

শাহ আমানত আন্তর্জাাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক »

শাহ আমানত আন্তর্জাাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ আলী নামে একজন বিদেশি মুদ্রা পাচারকারীকে আটক করা হয়েছে। আটককালে তার ব্যাগ থেকে আড়াই লাখ দিরহাম জব্দ করা হয়। যার বাংলাদেশি মূল্য ৬৯ লাখ ৬ হাজার ৬৩০ টাকা। এছাড়াও তার কাছ থেকে পাওয়া ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল শনিবার ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযানে এ তথ্য জানা যায় বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।

তিনি বলেন, শারজাহগামী এয়ার এরাবিয়ার জি নাইন- ৫২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলী তার ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় সৌদি মুদ্রা রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে সেলাই করা রাখা চোরা পকেটে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম পাওয়া যায়। তাকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চলতি বছর তিনি ছয়বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন। তিনি এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, আটক মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি চট্টগ্রাম উপজেলার সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়।