আশরাফ গনিকে আশ্রয় দিল আরব আমিরাত

আশরফ গনি (ফাইল ছবি)

সুপ্রভাত ডেস্ক »

দেশ ছেড়ে পালিয়েছেন তিন দিন আগে। তালেবান যোদ্ধারা যেদিন কাবুলে ঢুকে সেই দিন দেশ ত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট খবর মেলেনি। সেদিন ধারণা করা হচ্ছিল, তিনি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে যাবেন। আবার অন্যান্য খবরে বলা হয়, তিনি  ওমানে গিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আজ বুধবার অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, আশরাফ গনি দুবাইয়ে আছেন বলে জানা গেছে।

অবশেষে বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে। লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার তাগিদে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে।’