আর্য্য সঙ্গীতের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই : মেয়র

সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সঙ্গীত এমন একটি শিল্প যা শুধু মাত্র বিনোদনই নয়, যা থেকে সুর-তাল-লয়-বাণীতে হৃদয়ানুভূতিতে মন-প্রাণকে পরিশুদ্ধ করে এবং মানুষ যা কিছু মঙ্গল ও কল্যাণময় তার সংস্পর্শে প্রাণিত হয়। মহান মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সঙ্গীত আমাদের অন্তরে শক্তির জাগরণের আরেকটি হাতিয়ার হয়ে উঠেছিল। দেশের প্রাচীনতম সঙ্গীতাশ্রম সেই অস্ত্র তৈরির প্রতিষ্ঠান হিসেবে এখান থেকে প্রশিক্ষিত অনেক শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রাণে আগুনের পরশমণির ছোঁয়া দিয়েছিলেন। তাই আর্য্য সঙ্গীত সমিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অনন্য হীরকখণ্ড।
তিনি গতকাল সোমবার সকালে নগরীর পুরাতন টেলিগ্রাফ রোডস্থ আর্য্য সঙ্গীত সমিতির সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, এই সঙ্গীতাঙ্গনের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ এই উপমহাদেশে বরণীয় একজন সঙ্গীত পুরোধা মনীষী। তিনি আকাশবাণী কলকাতার প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে চট্টগ্রামকে গেšরবমণ্ডিত করেছেন। তিনি তৎকালীন সময়ের সঙ্গীতাচার্য ওস্তাদ আলাউদ্দিন খানসহ অনেকের কাছের মানুষ ছিলেন। এরা সকলেই আর্য্যসঙ্গীতে এসে এই মাটিকে ধন্য করেছেন। তাঁকে বর্তমান প্রজন্ম চেনেনা, জানে না। অথচ তাঁর নামে কলকাতায় সড়কের নামকরণ হলেও চট্টগ্রামে আর্য্য সঙ্গীতাশ্রমটি ছাড়া আর কিছুই নেই। দুঃখের বিষয় পৃষ্ঠপোষকতা, পরিচর্যা ও প্রণোদনার অভাবে প্রতিষ্ঠানটি কৌলিন্য হারিয়েছে। আমরা হারাতে বসেছি সঙ্গীত সুধার অমৃত সুরধারার ঐতিহ্যকে। একজন মুক্তিযোদ্ধা ও সঙ্গীতপ্রেমী হিসেবে এ জন্য আমি যন্ত্রণাবিদ্ধ। এই যন্ত্রণা প্রশমনে নগরীতে সঙ্গীতাচার্য সুরেন্দ্রনাথের নামে শুধু একটি সড়কের নামকরণ নয়, তাঁর প্রতিষ্ঠিত আর্য্য সঙ্গীতকে রাষ্ট্রীয় ও জাতীয় স্বীকৃতিতে অভিষিক্ত করা দরকার। আর্য্যসঙ্গীত সমিতির অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক ওস্তাদ মিহির লালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী, কাউন্সিলর জহরলাল হাজারী, রুমকী সেনগুপ্ত, অ্যাডভোকেট শামসুল ইসলাম, শিল্পী শাহরিয়ার খালেদ, শাহ সেলিম খালেদ, মো. আবু ফরহাদ সাবু, কল্যাণ কান্তি নাথ ও কাজল দাশগুপ্ত। বিজ্ঞপ্তি