আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যুবদল

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

আশিকুর জামান, রিপন মণ্ডলদের তোপে দেড়শোর আগেই থামল সংযুক্ত আরব আমিরাত। রান তাড়ায় দুই ওপেনার আনলেন ভালো শুরু। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরে অনায়াস জয়ে নিশ্চিত হলো বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল।

সেন্ট কিটসে ডিএলএস মেথডে আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাকিবুল হাসানের দল। ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গত বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের সম্মিলিত আক্রমণে বিধ্বস্ত হয়ে আগে ব্যাট করা আরব আমিরাত করে ১৪৮ রান। রান তাড়ায় বাংলাদেশ ১ উইকেটে ৮৬ রান করার পর নামে বৃষ্টি। এরপর ডিএলএস মেথডে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ১০৭ রানের। ৬১ বল হাতে রেখেই ওই লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

৬৯ বলে ৬৪ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান ওপেনার মাহফিজুল ইসলাম। আরেক ওপেনার ইফতেখার হোসেন করেন ৩৭ রান।

তবে বাংলাদেশের জয়ের ভিত করে দেন বোলাররাই। টস জিতে বোলিং নিয়ে শুরু থেকেই তারা চেপে ধরে আরব আমিরাতকে। ৮ রানেই প্রতিপক্ষের দুই ওপেনারকে তুলে নেন আশিকুর। এরপর ধ্রু পারাশার, আলিসান সারফু আর পুনা মেহরা প্রতিরোধ গড়লে কিছু রান আসে আমিরাতের স্কোর বোর্ডে। এই তিনজন করেন যথাক্রমে ৩৩, ২৩ ও ৪৩।  ধ্রুবকে ফেরান রাকিবুল। আলিসান কাবু হন তানজিম সাকিবের বলে, মেহরাওকে ছাঁটেন রিপন।

এরপর আবার তাসের ঘর সংযুক্ত আরব আমিরাত। বাকিদের টপাটপ তুলে নিতে থাকে বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষ গুটিয়ে যায় দেড়শোর আগে।

শিরোপা ধরে রাখার মিশনে গিয়ে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল রাকিবুলের দল। পরের দুই ম্যাচে জিতে তাই গ্রুপ রানার্সআপ হয়েছে যুবারা। তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.১ ওভারে ১৪৮ (সতিশ ২, স্মিথ ২, পারাশার ৩৩, আলিশান ২৩, মেহরা ৪৩, আয়ান ১১; আশিকুর ২/১৪, তানজিম ২/৩২, রকিবুল ১/৩৭, রিপন ৩/৩১, মেহরব ০/২৬, আরিফুল ১/৭)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (৩৫ ওভারে লক্ষ্য ১০৭) ২৪.৫ ওভারে ১১০/১ (মাহফিজুল ৬৪*, ইফতিখার ৩৭, নাবিল ৫* ; নিলাঙ্কাশ ০/১৮, আলি ০/৯, আয়ান ০/২২, সতিশ ০/১০, ধ্রুব ০/১৮, আদিত্য ০/১৪, জশ ১/১৭)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।