আফিফকে আঘাত করে জরিমানা গুনলেন আফ্রিদি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আগের ম্যাচে নুরুল হাসান সোহানের সঙ্গে অভদ্র আচরণ করে শাস্তি পেয়েছেন হাসান আলী। শনিবার আফিফ হোসেনের পায়ে বল ছুড়ে এবার শাস্তি পেয়েছেন পাকিস্তানের আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি!

এমন কিছু যে হতো তা বোঝাই যাচ্ছিল। আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় রবিবার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে শাহীন আফ্রিদিকে। পাশাপাশি তার আচরণ বিধিতেও যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি দ্বিতীয় টি-টোয়েন্টির। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে দারুণ এক ফ্লিক শটে শাহীনকে ছক্কা মেরেছিলেন আফিফ। পরের বল ডিফেন্স করে ক্রিজেই ছিলেন। কিন্তু বল ধরে অযথা বুলেট গতির থ্রো করে বসেন শাহীন। সেই বল সরাসরি আঘাত হানে আফিফের পায়ের অরক্ষিত অংশে। তরুণ ব্যাটার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। তখন পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, ছক্কা খাওয়ার পর মেজাজ হারিয়েছিলেন শাহীন।

তবে বল পায়ে লাগলেও আফিফ বড় কোনও ইনজুরিতে পড়েননি। কিছুক্ষণ শুশ্রূষার পর ব্যাটিং চালিয়ে গেছেন। যদিও বেশিক্ষণ টেকেননি। ২১ বলে ২০ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচ শেষে অবশ্য আফিফকে জরিয়ে ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে পাকিস্তানের এই পেসারকে।