আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের অনুষ্ঠানে বক্তারা : স্বচ্ছতা থাকলে কো-অপারেটিভ ইউনিয়নে মানুষের আস্থা বাড়বে

ক্লাব লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী বলেছেন বিশ্ব সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণামূলক প্রত্যাশা পূরণের জন্য কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু আর্থিক প্রতিষ্ঠান তাই অর্থের মূল হিসাব নিকাশে যদি সচ্ছতা থাকে তাহলে সমবায় কো অপারেটিভ ইউনিয়নের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। ৭২তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নগরীর পাথরঘাটাস্থ ফাদার ব্রদ হাসপাতাল হলরুমে চট্টগ্রাম ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান ডা. দিবাকর বড়–য়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, সেক্রেটারি আলফ্রেড রায়, ট্রেজারার এম জয়নাল আবেদীন, কালব ‘জ’ অঞ্চলের ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার ভূঁইয়া, দক্ষিণ চট্টগ্রাম ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান সমীর কান্তি দাশ। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেডের প্রাক্তন ডিরেক্টর পিটার বাড়ৈ, প্রাক্তন ডিরেক্টর পিন্টু লাল সিকদার, খোকন কান্তি নাগ, কালব পরিকল্পনা, ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু, আশীষ কুমার দাশ, আয়েশা বেগম,প্রমথ রঞ্জন বড়–য়া, সুরঞ্জিত মারমা।
অনুষ্ঠানে মাইক্রো ক্রেডিট ইউনিয়ন বিশেষ অবদান রাখায় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর বক্তব্য রাখেন চপল কান্তি সেন, ডেবিট গোনছালবেছ, খ্রীষ্টফার কুইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি