আনোয়ারায় চোখের রোগ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :

চট্টগ্রামের আনোয়ারা শেভরণ মিলনায়তনে শেভরণ অপটিকস, আনোয়ারা শাখা আয়োজিত সুস্থ চোখ, সুন্দর জীবন শীর্ষক সেমিনার শুক্রবার অনুষ্ঠিত হয়। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি আনোয়ারা শাখা ও শেভরণ চক্ষু রিসার্চ সেন্টার, আনোয়ারা সেমিনারের  সহ আয়োজক ছিল। সেমিনারে উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সারাবেলা সম্পাদক আজাদ মঈনুদ্দীন, শেভরণ আনোয়ারা শাখার প্রতিষ্ঠাতা ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, ফিন্যান্স ডাইরেক্টর মীর নাজের আহমদ, পরিচালক শাহাদাত হোসেন, শিক্ষা উদ্যোক্তা মোহাম্মদ মহিউদ্দিন,হাসান খান, শেভরণের ব্যবস্থাপক মিজানুর রহমান, সুমন বিশ^াস প্রমূখ। শেভরণ অপটিকস, আনোয়ারার পরিচালক ইমতিয়াজুল হক চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, প্রযুক্তি এখন এগিয়েছে। চোখ দেখেই এখন অনেক রোগ নির্ণয় সম্ভব। ডায়বেটিস, উচ্চরক্তচাপ, মাল্টিপল এসক্লেরোসিস বা এমএস ইত্যাদি জটিল রোগের লক্ষণ চোখ দেখেই বোঝা সম্ভব।

ডায়বেটিসজনিত চোখের সমস্যাগুলোর অন্যতম রেটিনোপ্যাথির কারণে চোখের দৃষ্টিশক্তির ভীষণ ক্ষতি হয়। তাই চোখ নিয়ে ডায়বেটিস রোগীদের সতর্কতা বেশি জরুরি। তাই নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমে সুস্থ থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।