অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, করোনাভাইরাস শঙ্কায় সালমা খাতুনরা খেলার সুযোগ পায়নি। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলেও বাংলাদেশের মেয়েরা দুই বছর ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরে। তবে অপেক্ষা দূর হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ফিরছে সালমা-জাহানারারা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার আগে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৪ কিংবা ৫ নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা নারী দলের। সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। নাদেল বলেছেন, ‘এই সিরিজ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করেছিল। বিশ্বকাপ বাছাইয়ের আগে জিম্বাবুয়ের বিপক্ষে নারী দলের তিনটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত হয়েছে।’

গত বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। তবে লাল-সবুজ জার্সিধারীরা শেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৯ সালের নভেম্বরে। দীর্ঘ ১৮ মাস ধরে ক্রিকেটের বাইরে থাকলেও ফিটনেসে রাখতে ৬০ ক্রিকেটারকে নিয়ে সাভারের বিকেএসপিতে স্কিল অ্যান্ড ফিটনেস ক্যাম্প আয়োজন করেছিল বিসিবি।