অপরাধীদের ছাড় দেওয়া হবে না

পেকুয়ায় সড়ক নির্মাণকাজ উদ্বোধনে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় ৩৬১ কোটি টাকা ব্যয়ে একতা বাজার পেকুয়া মগনামা বানৌজা শেখ হাসিনা সংযোগ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সাংসদ জাফর আলমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এ সড়ক বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে এ উন্নয়ন কাজ হতে চলেছে।
মন্ত্রী আরো বলেন, অপরাধী যে দলেরই হোক সে অপরাধী। শেখ হাসিনা সরকারের আমলে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পরে তিনি একতা বাজার থেকে মগনামা বানৌজা শেখ হাসিনা নৌ-ঘাঁটি পর্যন্ত ৩৬১ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার দৈর্ঘ্য ৪ লাইন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক সংসদ সদস্য সাইমুন সরোয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াসউদ্দিন, এটিএম জিয়াউদ্দিন জিয়া, জি এম কাসেম, অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু আওয়ামী লীগের চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুর করিম সাইদী প্রমুখ।