অক্সিজেন ন্যাসাল ক্যানুলা হস্তান্তর ডা. শাহাদাতের

করোনারোগীদের সেবায় সিএসটিসি হাসপাতালে অক্সিজেন ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করছেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আসুন করোনা মহামারীতে আক্রান্ত চট্টগ্রামের প্রতি আমরা আরো বেশি মানবিক হই। সরকারি হিসাবে চট্টগ্রামে ১৪ হাজার রোগী হলেও হাজার হাজার রোগী করোনা টেস্ট বিহীন উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি গতকাল ২৯ জুলাই করোনা রোগীর সেবাদানকারী সিএসটিসি হাসপাতালকে ৩টি হাই-ফ্লো-অক্সিজেন ন্যাসাল ক্যানুলা হস্তান্তরকালে এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, দুর্যোগকালে চট্টগ্রামের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান কিংবা ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট নির্ধারিত ১০ হাজার কোটির থোক বরাদ্দ থেকে এখনও চট্টগ্রামকে কোনো বরাদ্দ দেয়া হয়নি। বরঞ্চ স্বাস্থ্যমন্ত্রণালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চট্টগ্রামে পূর্বঘোষিত রেড জোন গুলোতে বিশেষ কোনো নজরদারি নেই। তাছাড়া কোরবানির পশুর হাটে মাক্সবিহীন যেভাবে লোক সমাগম হচ্ছে তাতে করে চট্টগ্রাম আরো বেশি সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে। পশুর হাটে নিয়মিত ক্লোরিন সলিউশন স্প্রে করলে করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাসসহ অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব হবে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সিএসটিসি গত জুন থেকে এই পর্যন্ত ১০০ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
সেবাদানকারী সিএসটিসি হাসপাতালকে ৩টি হাই-ফ্লো-অক্সিজেন ন্যাসাল ক্যানুলা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিএসটিসির পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, ডা. শাকির উর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি