পূজা উদযাপন পরিষদের সভায় ফারাজ করিম
নিজস্ব প্রতিনিধি, রাউজান :
সনাতনী ধর্মীয় অনুসারীদের দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা দক্ষিণের স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক সাধারণ সভা নগদ অর্থ বিতরণ, নৈশভোজ পুজা কমিটির সভাপতি প্রকাশ শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ফারাজ করিম চৌধুরী বলেন, রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের মধ্যে উজ্জল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সকল ধর্মের মানুষ একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করছে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি ইরফান আহমদ চৌধুরী,প্যানেল মেয়র রাউজান পৌরসভা জমির উদ্দিন পারভেজ, ইউ.পি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাহাবুদ্দিন আরিফ,ভূপেশ বড়ুয়া,বি এম জসিম উদ্দিন হিরু,প্রিয়তোষ চৌধুরী, আব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন,তসলিম উদ্দিন চৌধুরী,অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত,বাবুল মিয়া,মনিরুল ইসলাম, মফজল হোসেন,জসিম উদ্দিন,সারজু মো. নাছের,আনোয়ার হোসেন, সেকান্দর হোসেন,জাহেদুল ইসলাম, সালাউদ্দিন, মো. আসিফ,সাইদুল ইসলাম,দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুজিত দাশ মিন্টু, স্বপন চৌধুরী,চন্দন কুমার বিশ্বাস,,তপন চক্রবর্তী, অধ্যাপক রুপন ধর,পুজা কমিটির সহ-সভাপতি জ্যোতিস্ময় চৌধুরী কাজল,সুভাষ কান্তি দে,উজ্জ্বল মহাজন বরুন,বিশ্বজিত চৌধুরী,কমল চক্রবর্তী,অজিত বিশ্বাস, খোকন চন্দ্র সেন, সিদ্ধার্থ চৌধুরী বাবু,শ্যামল বিশ্বাস ডেলটা, উদয় দত্ত অর্ক, রুবেল বৈদ্য, প্রনব দাশ, সৈকত তালুকদার, চম্পক মিত্র, পিন্টু বিশ্বাস, চট্রেশ্বর ভট্রাচার্য্য,পুজা বিষয়ক সম্পাদক কাজল চক্রবর্তী, সহ পুজা বিষয়ক সম্পাদক সুজন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক রাজেশ মালাকার সদস্য তপন কৃষ্ণ ঘোষ,শ্যামল বিশ্বাস গশ্চি, টিটু তালুকদার, সনজিত বৈদ্য পিন্টু,উজ্জ্বল দত্ত, দেবাশীষ শীল, দিপক চৌধুরী, বাবু ধর, মিঠুন দে,সদস্য পরিতোষ বৈদ্য, হারাধন মহাজন ভুলু, সমীর মহাজন, সুজিত দাশ, বাবলা চৌধুরী, সাধন শীল, সমীর মহাজন, বিকাশ বিশ্বাস, সুমন মহাজন, সজল মহাজন, সুমন মল্লিক, নিশান চৌধুরী, কিশান ঘোষ,রনি চক্রবর্তী,পিপলু নাথ,লাভলু পারিয়াল,পিপলু চক্রবর্তী,জেকে শর্মা।