নিজস্ব প্রাতবেদক
আজ সোমবার (৯ জুন) পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন।
নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, ফয়েজলেক সি-ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিনোদন স্পটগুলো ঘুরে দেখা গেছে, আজকের দিনটিতেও সেখানে দর্শণার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ছুটে গেছেন অনেকেই।
ঢাকা থেকে বেড়াতে আসা আবু করিম বলেন, ‘ঈদের ছুটিতে চট্টগ্রামের সুন্দর সুন্দর স্পষ্টগুলো ঘুরে দেখার পরিকল্পনা থেকেই আজ সি-ওয়ার্ল্ড এসেছি। পরিবারের সদস্যদের নিয়ে কাল যাবো কক্সবাজার সমুদ্র সৈকতে।’
পাহাড়তলী এলাকা থেকে আসা গৃহকর্মী রোখসানা ছুটির দিনটিতে স্বামী, সন্তান নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। এখানে এসে নিজের ভালো লাগার অনুভূতির কথা জানালেন।
সি-ওয়ার্ল্ড-কর্তৃপক্ষের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত বিশ্বজিৎ জানান, ঈদের পর দিন থেকেই দর্শনার্থী আগমন ঘটছে। তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কেউ যেনো কোনোভাবে হেনস্থা না হন সেদিকেও রয়েছে কঠোর নজরদারি।