৪৬৮ রানের এক স্বপ্নের ইনিংস বাংলাদেশের

দুর্দান্ত ১৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন মাহমুদউল্লাহ।

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ আর জিম্বাবুয়ে ক্রিকেট দল আছে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং -এর তলানিতে। তবে দুই দলের একমাত্র টেস্টে ফেভারিট টাইগাররা। তবুও পাঁচদিনের টেস্টের প্রথম দিনে বাংলাদেশি ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলেছেন জিম্বাবুয়ের বোলাররা। প্রথম দুই সেশনে ৩টি করে ৬টি উইকেট হারায় সফরকারীরা। তৃতীয় ও শেষ সেশনেও ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে আজ (বৃহস্পতিবার) ঘুরে দাঁড়িয়েছে দল। বলা যায় স্বপ্নের মতো এক সেশন শেষ করলো সফরকারীরা।

ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারে প্রথমবারের মতো দেড় শ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান ইনিংস শেষ করেছেন মাথা উঁচু করে। বাংলাদেশ ৪৬৮ রানে থামলেও অপরাজিত রয়ে গেছেন মাহমুদউল্লাহ।

সেঞ্চুরি করে নিজের টেস্টে ফেরা উদ্‌যাপন করেছেন মাহমুদউল্লাহ। তাসকিন যেন বনে গেছেন পুরোদস্তুর ব্যাটসম্যান। রান করেছেন ৭৫। টেস্টে এটি তার সর্বোচ্চ স্কোর। তাসকিন ও মাহমুদউল্লাহ জুটি আজ রেকর্ড গড়েছে। বাংলাদেশের পক্ষে নবম উইকেটে জুটিতে সর্বোচ্চ ১৯১ রান গড়েছেন দুজন।