২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ও ভারত

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

২০১১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছিলো।

২০২৪ থেকে ২০৩১ সালে আইসিসির আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে ১৪টি দেশে।

এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

সূচি অনুয়ায়ী ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশ ও ভারতে।