হরতালে সাতকানিয়ায় বাসে আগুন

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া »

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রোববার দিবাগত ভোর রাতে সাতকানিয়ায় পার্কিংয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে গাড়িতে আগুন  দেয়ার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় লোকজন জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার সময় দুটি মোটরসাইকেলে করে এসে পাঁচজন যুবক সাতকানিয়া রাস্তার মাথার সন্নিকটে পাশাপাশি দাডিয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। সাথে সাথে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোররাত আনুমানিক চারটার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আগুনে পুড়তে থাকা একটি বাস অটোমেটিক স্টার্ট হয়ে গিয়ে আমাদের ( ফায়ার সার্ভিস) গাড়িতে আঘাত করে। ফলে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আপাতত আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছেনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাতকানিয়া থানা পুলিশের পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী সাংবাদিকদের জানান, মডেল মসজিদের পাশে একটি গ্যারেজে ৩টি বাস আগুনে পুড়েছে। ওখানে নিজস্ব প্রহরী থাকলেও  গাড়িতে আগুন লাগার বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।