স্বাস্থ্যসেবায় আর্থিক নয় সামাজিক লাভ বিবেচনায় নিন

আইডিএফ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে গতকাল বুধবার দুপুরে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রশাসক দপ্তরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতাল পরিচালনার প্রস্তাব নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ফান্ড (আইডিএফ) এর আট সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, আইডিএফ এর পক্ষে জহিরুল আলম, প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, ডা. মুক্তা খানম, আবুল খায়ের সিদ্দিকী, শামীম-উ-দোহা, ডা. শফিকুর রহমান, ইফতেখার উদ্দিন চৌধুরী, রিগান চাকমা উপস্থিত ছিলেন। আইডিএফ এর পক্ষে ডা. মুক্তা খানম চসিক জেনারেল হাসপাতাল পরিচালনার প্রস্তাবের সচিত্র প্রতিবেদন প্রশাসকের নিকট উপস্থাপন করেন। তাদের প্রস্তাবনার মধ্যে ফ্রি চিকিৎসা পরামর্শ, ফ্রি ওষুধ প্রদান, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের ১৫ দিনের খরচ বহন, সোশ্যাল সার্ভিস, ভ্যাকসিনেসন প্রোগামসহ আইসিইউ ও এলসিইউ, সিসিইউ ইউনিট, ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি, সাইকোথেরাপি ইউনিট, ব্লাড ব্যাংক স্থাপনের বিষয় উল্লেখ ছিল।
প্রশাসক তাদের প্রস্তাবনা অবলোকন করে বলেন, চিকিৎসা সেবার সাথে মানবিকতা জড়িত। তাই চিকিৎসা সেবার ক্ষেত্রে শুধুমাত্র আর্থিক লাভের চিন্তা না করে সামাজিকভাবে লাভের কথা ভাবনা বিবেচনায় নিলে স্বাস্থ্যখাতে উন্নতি হবে। তিনি তাদের প্রস্তাবনা আরো বিস্তারিত আকারে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা আরো কয়েকটা প্রতিষ্ঠানের প্রস্তাব দেখবো। যে প্রতিষ্ঠানের প্রস্তাব ভালো হবে সেটাই গ্রহণ করা হবে।
প্রশাসক আইডিএফ এর এক প্রশ্নের জবাবে চসিক পরিচালিত জেনারেল হাসপাতালের স্থাপিত অবকাঠামোগত ব্যয়কে বিবেচনায় নিয়ে স্বাস্থ্যসেবায় বিনিয়োগে আগ্রহী হলে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি