স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল ১শ ৫০ টাকায় স্বাস্থ্যসেবা

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল-সুপ্রভাত

সন্দ্বীপ

ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ :
সন্দ্বীপে সদ্য প্রতিষ্ঠিত ‘‘স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল’’ এর মূল শ্লোগানই হলো- ‘‘স্বাস্থ্য সেবাই অঙ্গীকার। আর এ শ্লোগান কে সামনে রেখে গত ৫ অক্টোবর, সীমিত আকারে বহির্বিভাগের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে যাত্রা শুরু করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল। গত সোমবার, বিকেল ৪ টায় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সন্দ্বীপের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময়সভার আয়োজন করে-হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সন্দ্বীপ প্রেস ক্লাব, বাংলাদেশ সাংবাদিক পরিষদ ও সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের কো-অর্ডিনেটর মিজানুর রহমান হাসপাতালের কার্যক্রম, সেবা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সবিস্তারে তার লিখিত বক্তব্যে তুলে ধরেন। হাসপাতালের কো-অর্ডনেটর মিজানুর রহমান বলেন-সন্দ্বীপের চার লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনে স্বর্ণদ্বীপ হাসপাতাল অঙ্গীকারাবদ্ধ। স্বর্ণদ্বীপ হাসপাতালে এসে পয়সার অভাবে কেউ বিনা চিকিৎসায় ফেরৎ যাবে না। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- হাসপাতালের ম্যানেজার (এডমিন) আকবর হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনসহ দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ। হাসপাতালে আছে সর্বাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন সহ ফিজিওথেরাপি বিভাগ, ডেন্টাল সাইড, প্যাথলোজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে আধুনিক মান সম্মত পরীক্ষাগার, আছে অভিজ্ঞ টেকনিশিয়ান। ইতিমধ্যেই হাসপাতালে দু’জন অভিজ্ঞ গাইনী ডাক্তারসহ মোট ৮ জন ডাক্তার রয়েছেন। হাসপাতালের কো-অর্ডিনেটর মিজানুর রহমান আরো জানালেন আমাদের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতারা তাদের যাকাতের অর্থেই এটি নির্মান করেছেন সন্দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, কোনো মুনাফা করতে নয়। তাই এ হাসপাতাল সকল সন্দ্বীপবাসীর, এ হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও সার্বিক পরিচালনায় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।