স্কুলের তালাবন্দি কক্ষের মেঝেতে সোলার প্যানেল!

সুবিধাভোগীদের কাছ থেকে নেয়া হয়েছে টাকা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি »

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প’র আওতায় বিনামূল্যের সোলার প্যানেল বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিনামূল্যের সোলার প্যানেল পেতে সুবিধাভোগীদের কাছ থেকে নেয়া হয়েছে ৩ থেকে ৬ হাজার টাকার মতো।

সুবিধাভোগী ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মমিন, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক ত্রিপুরা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহরম আলীসহ স্থানীয় একটি চক্র সোলার প্যানেল দেয়ার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের কথা বলে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ২১ মার্চ বাটনাতলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে ৬৪ জন, ২নম্বর ওয়ার্ড থেকে ১৩৯ জন, ৩ নম্বর ওয়ার্ড থেকে ১৬৯জন ও ৭নম্বর ওয়ার্ড থেকে ২৮৩ জন, ৮নম্বর ওয়ার্ড থেকে ২৪৫ জন এবং ৯ নম্বর ওয়ার্ড থেকে ৫৪ জনসহ সর্বমোট ৯৫৪ জনের প্রস্তুকৃত নামের তালিকানুযায়ী সোলার প্যানেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে মানিকছড়ি উপজেলার ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী।

এ সময় তারা টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভূক্তির বিষয়টি জানতে পারেন। পরে ঘটনার সত্যতা পাওয়ায় সেদিন সোলার প্যানেল বিতরণ কার্যক্রম স্থগিত করে তারা চলে যান। সেই সাথে উপকারভোগীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়ে নতুন করে নামের তালিকা প্রস্তুতের নির্দেশনা প্রদান করেন। কিন্তু এ নির্দেশনা অমান্য করে প্রস্তাবিত তালিকার অনুকূলে স্বামীর পরিবর্তে স্ত্রীর, বোনের পরিবর্তে ভাই ও ভাইয়ের পরিবর্তে বোনের নাম অন্তর্ভূক্ত করে নতুন তালিকা করছেন এমন গুঞ্জণ উঠেছে। আর এ ক্ষেত্রে পুনরায় তাদের কাছ থেকে ৫শ থেকে ১ হাজার টাকা নেয়ার খবরে স্থানীয়ভাবে বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে সোলার প্যানেলগুলো ছুদুরখীল সরকারি বিদ্যালয়ের একটি কক্ষে তালাবন্দি অবস্থায় রয়েছে। যা পাহারা দিতে দুজন গ্রাম পুলিশ নিযুক্ত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা।

সরেজমিনে গেলে এই প্রতিবেদককে ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আমির আলী জানান, উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দকৃত বিনামূল্যের সোলার পেতে তিনিও স্থানীয় ইউপি সদস্য মানিক ত্রিপুরাকে ৩ হাজার টাকা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সোলার পাননি। তাছাড়া সোলার বিতরণের জন্য প্রস্তুতকৃত তালিকার সকলেই ৩-৬ হাজার টাকা দিয়েছেন বলে স্বীকার করেন তিনি।

বাঞ্চারামপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মদ (মন্তাজ) বলেন, আমার মেয়ের জন্য একটি সোলার চেয়েছিলাম কিন্তু টাকা দিতে পারিনি বলে নাম তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি।

কথা হয় ছুদুরখীল বাজারের দোকানী পাইতু মারমার সাথে। টাকা দেয়ার বিষয়টি স্বীকার করতে প্রথমে অপরাগতা জানালেও পরে ২৫০০ টাকা দিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন। এ সময় সেখানে উপস্থিত তানিমং মারমার ছেলে অংথোইপ্রু মারমা জানান, তার বাবাও (তানিমং মারমা) ২৫০০ টাকা দিয়েছেন। একইভাবে পাশের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মমিন ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহরম আলীর নিকট সোলার পেতে প্রস্তুতকৃত তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৩ থেকে ৬ হাজার টাকা তাদের হাতে আবার কেউ তাদের চক্রের সদস্যদের হাতে জমা দিয়েছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য ও স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপকারভোগীদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিভিন্ন সময়ে টাকা নেয়ার ব্যাপারটি নিয়ে স্থানীয় দোকানপাটে সমালোচনা চলছে বলেও জানান তারা।

তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মমিন ও মানিক ত্রিপুরা। তারা বলেন, আমরা তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদে জমা দিয়েছি। সে অনুযায়ী ২১ মার্চ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সোলার প্যানেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে এসেছিলেন কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেদিন বিতরণ করা হয়নি। টাকার বিনিময়ে নাম তালিকার অন্তর্ভুক্তির বিষয়টি সত্য নয় বলেও তারা জানান।

অর্থের বিনিময়ে সোলার প্যানেল বিতরণে নাম তালিকায় অন্তর্ভুক্তের বিষয়ে জানতে চাইলে ২ নম্বর বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম জানান, সোলার প্যানেল দেয়ার কথা বলে টাকা আদায়ের বিষয়টি আমি জানি না। তবে সেদিন বৃষ্টি থাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সোলার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে পারেননি। তবে খুব শীগ্রই সোলার প্যানেল বিতরণ করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অসরপ্রাপ্ত শিক্ষক মো. আতিউল ইসলাম জানান, টাকার বিনিময়ে সোলার প্যানেল বিতরণ তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ইউপি চেযারম্যান কার্যালয়ে অভিযুক্ত ইউপি সদস্যদের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন তারা। পরে উপকারভোগীদের দেয়া অর্থ ফেরতের সিন্ধান্ত গৃহিত হয়। কিন্তু এখন পর্যন্ত উপকারভোগীদের টাকা ফেরত তো দূরের কথা পুনরায় আরো ৫শ থেকে ১ হাজার টাকা নেয়া হচ্ছে বলে জানতে পেরেছি; যা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরীকে অবহিত করা হয়েছে। দুর্গম জনপদে সৌরবিদ্যুতের আলোয়ে আলোকিত করতে সরকারিভাবে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অথচ অসহায় খেটে খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি ,যা খুবই অমানবিক।

মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, অর্থের বিনিময়ে সোলার প্যানেল বিতরণী তালিকাতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এমন গুঞ্জন শুনেছি। কিন্তু এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। তাছাড়া সোলার প্যানেল বিতরণ কার্যক্রমের সাথে সরাসরি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের সমন্বয়ে রয়েছে। তারা কেউ উপজেলা পরিষদকে বিষয়টি সম্পর্কে অবগত করেনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি সম্পর্কে প্রকল্প পরিচালক (পিডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ’র সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তিনি কল ধরেননি।