সেরা দশে ফিরলেন সাকিব

আইসিসি র‌্যাঙ্কিং

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দল ভালো করেনি। আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে। তবে সাকিব আল হাসান বরাবরের মতো নিজের পারফরম্যান্সটা দিয়েছেন। সিরিজে চার উইকেট শিকার করে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরে এসেছেন সাকিব।

সাকিব তিন ধাপ এগিয়ে দশ নম্বরে এসেছেন। সেরা দশে তিনিই একমাত্র বাংলাদেশি বোলার। দুই ধাপ পিছিয়ে ২২ নম্বরে এখন মোস্তাফিজুর রহমান। এক ধাপ পিছিয়ে মেহেদি হাসান মিরাজ ২৯তম অবস্থানে।

দুই ম্যাচে তিন উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। তিনি এখন ৪৫ নম্বরে। শেষ ম্যাচে খেলতে নেমে ২ উইকেট পাওয়া তাইজুল নয় ধাপ এগিয়ে ৫৬তে। খবর জাগোনিউজের।

সিরিজের শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে চার উইকেট নেওয়া শরিফুল ইসলামের অবস্থান এখনো শীর্ষ ১০০-এর বাইরে। যদিও ক্যারিয়ারসেরা ১০৪তম অবস্থানে আছেন তিনি।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। তিন ম্যাচে ৯২ রান করা লিটন তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮তম অবস্থানে।

সবশেষ র‌্যাঙ্কিংয়ে অবশ্য বড় লাফ দিয়েছেন আফগান খেলোয়াড়রা। দুই ম্যাচে চার উইকেট নেয়া রশিদ খান বোলার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া ফজলহক ফারুকি ৫৮ ধাপ এগিয়ে চলে এসেছে ৩৩তম স্থানে।

সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই আফগান ওপেনার। ১১ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন ইব্রাহিম জাদরান। রহমানুল্লাহ গুরবাজ এগিয়েছেন ৪৫ ধাপ, উঠে এসেছেন ৪৫তম স্থানে।