সুস্থ মা পারে সবল সন্তান জন্ম দিতে : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, গর্ভবতী মায়ের সুস্থতার উপরই নির্ভর করে ভবিষ্যতের সবল সন্তান জন্ম দেয়া। আমরা অসচ্ছল পরিবারের গর্ভবতী মায়েদের যে-পুষ্টি সমৃদ্ধ খাবার দিচ্ছি তা যথেষ্ট না হলেও বাকীটা পরিবারকেই ব্যবস্থা করতে হবে।
তিনি বুধবার পাহাড়তলী ওয়ার্ডস্থ টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউএনডিপি’র সহায়তায় গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। মেয়র বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন শিষ্ঠাচার। তাই আমাদের মাস্ক অবশ্যই পরিধান করতে হবে। পোশাক যেমন নিত্য পরিধান যোগ্য ঠিক সেই ভাবে মাস্ক ব্যবহারও অপরিহার্য।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রকল্প ম্যানেজার মো. সরওয়ার হোসেন খান, পুষ্টি বিশেষজ্ঞ মো. হানিফ, টাউন ফেডারেশন ম্যানেজার কোহিনুর আকতার, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক।
উল্লেখ্য, এই প্রকল্পে নিবন্ধিত ২৩৭৫ গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের প্রতিমাসে পুষ্টি সহায়তা চলমান রেখেছে। প্রতি মাসে খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ৩০টি ডিম ও ১ কেজি ডাল। বিজ্ঞপ্তি