সিএমএসএমই খাতের জন্য আড়াই হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

তহবিলটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। মেয়াদ ৩ বছর এবং সুদের হার ৪ শতাংশ

সুপ্রভাত ডেস্ক »

কোভিডের ক্ষতি কাটিয়ে উঠতে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) এন্টারপ্রাইজ এর জন্য ২,৫২০ কোটি টাকার আরো একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় এই তহবিলটি গঠিত হয়েছে। এই সহায়তা দিতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছিল এআইআইবি।

তহবিলটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। এর মেয়াদ ৩ বছর এবং সুদের হার হবে ৪ শতাংশ। তহবিল থেকে সিএমএসএমই খাত, ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ঋণ পাবে।

বুধবার তহবিলটি পরিচালনা প্রসঙ্গে নীতিমালা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এবং বিশেষ কর্মসূচি বিভাগ।

নীতিমালায় জানা যায়, গেল বছর সিএমএসএমই খাতের জন্য যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়েছিল তার অর্ধেক ১০ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন হিসেবে ব্যবহৃত হবে।

যদি কোন প্রতিষ্ঠান ওই তহবিল থেকে প্রয়োজনীয় ঋণের ৫০ শতাংশ অর্থ পুনঃঅর্থায়ন হিসেবে পেয়ে থাকে তাহলে বাকি ৫০ শতাংশ অর্থ এআইআইবি এর সহায়তায় গঠিত নতুন এই তহবিল থেকে পাবে।

সূত্র : টিবিএস রিপোর্ট