সার্জিস্কোপে ২টি হাইফ্লো নেজাল কেনোলা মেশিন দিলেন চেম্বার সভাপতি

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ও তার পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য হাইফ্লো নেজাল কেনোলা মেশিন প্রদান করা হয় সার্জিস্কোপ হাসপাতালে। এই ২টি মেশিন আজ ১৪ জুন (রোববার) চকবাজার সার্জিস্কোপ হাসপাতাল ইউনিট-২ তে স্থাপন করা হয়। করোনা ভাইরাস আক্রান্তের ক্ষেত্রে বর্তমানে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই বন্দর নগরীতে প্রায় ৬০ লাখ লোকের বসবাস। বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে এই শহরে সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও তার পরিবার উল্লেখিত মেশিন প্রদান করেছেন। এসব মেশিন প্রতি মিনিটে প্রায় ৭০ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে সক্ষম যা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
এ প্রসঙ্গে চেম্বার সভাপতি বলেন, সমাজের সামর্থ্যবান সব মানুষের বর্তমান সময়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো উচিত। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বিত্তবান মানুষদের করোনা আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি