সাইফকে পথ দেখিয়েছিলেন কারিনা

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

গত ১৬ আগস্ট অভিনেতা সাইফ আলি খানের জন্মদিনেই মুক্তি পায় ‘ভূত পুলিশ’র টিজার।
হরর-কমেডি ঘরানার এই ছবির টিজারে সাইফের প্রশংসা করা হলেও, নেটিজেনদের একটা বড় অংশ সাইফের সমালোচনাও করেছেন। তাদের মতে টিজারের ফার্স্ট লুকে সাইফের পরা অলংকার ও বেশভূষা হিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।
ট্রলিংয়ের ক্ষেত্রে ছোট নবাব খুব সহজেই নেটিজেনদের কিবোর্ডের নিচে চাপা পড়েন। এই তো কয়েকদিন আগেই নিজের ছোট ছেলের নাম জাহাঙ্গীর আলি খান দেওয়ার জন্যও তাকে ট্রল করা হয়েছিল, যদিও তিনি এগুলোর বিশেষ পাত্তা দেননি। তাছাড়া সাইফের সর্বশেষ ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ এও ধর্মানুভূতিতে আঘাতের তর্জনি ওঠে সাইফের দিকে।
ইন্ডিয়া টাইমস সম্প্রতি সাইফকে জিজ্ঞেস করেছিল যে- কীভাবে তিনি মাথা ঠাণ্ডা রেখে এসব নেতিবাচক কমেন্ট এড়িয়ে চলেন। তিনি বলেন, ‘আগে সবসময় আমাকে নিয়ে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামাতাম। পরে আমার স্ত্রী (কারিনা) আমাকে বললো আমার এই কাজটা বন্ধ করা উচিত। এরপর সত্যিই তার কথামতো ওসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছিলাম। কারণ টুইটার-গুগলের এসব ট্রল আমার কাজ ও দৈনন্দিন জীবনে খুব বাজে প্রভাব ফেলছিল।’
তিনি আরও বলেন, ‘এখন আর ট্রল কমেন্ট পড়িই না। কারণ একবার পড়া শুরু করলে নিজেকে থামানো মুশকিল। ইন্টারনেটের গসিপটা বুদবুদের মতো। এতে আটকা পড়লে ক্ষতেই হবে।’