সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছে

রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সভা

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

রাউজান উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকায় দেড় একর জমির উপর ১৭ কোটি ১১ লাখ ১২হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের নির্মান কাজ শেষ পর্যায়ে। মুল একাডেমিক ভবন নির্মান কাজ শেষ হওয়ার পর ২০২১ শিক্ষাবর্ষে  জে, এস, সি, (ভোকাশেনাল) ৬ষ্ঠ শ্রেণি এসএসসি ( ভোকাশেনাল)  ৯ম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। গত ২০ ডিসেম্বর রবিবার সকালে নব নির্মিত রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন কারিগরী মাদ্রাসা শ্ক্ষিা বিভাগের অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন। ভবন পরিদর্শন শেষে রাউজান উপজেলা পরিষদ হলে, ২০২১শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম অবহিতকরন সভায় বক্তব্য রাখেন কারিগরী মাদ্রাসা শ্ক্ষিা বিভাগের অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন। তিনি বলেন,দেশের বেকার সমস্যা সমাধান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে দেশের বিভিন্ন এলাকায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতির হাওলাদার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহেদুল কবির খান, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, শিক্ষা প্রকৌশল চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী জালার উদ্দিন, রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তারকুল ইসলাম, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জমান চৌধুরী, রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম এর উপ সহকারী বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় রাউজানের দক্ষিন সর্তায় চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের পাশে দেড় একর জমিতে ১৭ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মান কাজ শুরু করা হয় গত ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি ।