সরকারি গাড়ি চালক সমিতির সদস্য রফিকুল ইসলামের স্মরণসভা

বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলামের স্মরণসভা গতকাল বিকেল ৪টায় নগরীর লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে ও সহ-সম্পাদক মো. ইয়াছিন আরাফাত বিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। প্রধান বক্তা ছিলেন জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ফারুক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আবদুল্লাহ আল মাসুদ, ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির চট্টগ্রাম বিভাগীয়-জেলা কমিটির সভাপতি আবদুল মতিন মানিক ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ফারুক।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মমিন, মো. আব্দুল মান্নান। আবদুল গফুর, আবু বক্কর ছিদ্দিক, মো. সুমন, মুক্তার আলী, খোরশেদ আলম, ভূষণ কুমার বড়–য়া, কবির আহমেদ, শরীফুল ইসলাম, আইনুল হক, সুবল দাশ, পারভীন আক্তার, ফখরুল ইসলাম বাবর, মো. আবদুস সাত্তার , মো. ইব্রাহিম প্রমূখ।
সভা শেষে করোনাযোদ্ধা মো. রফিকুল ইসলামের স্ত্রী ও পুত্রের হাতে একটি ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সেবা ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন রফিকুল। বিজ্ঞপ্তি