‘শ্রমিকদের টিকার কোন বিকল্প নেই’

পোশাক কারখানা পরিদর্শনে বিজিএমইএ’র নেতৃবৃন্দ

৪ আগস্ট করোনা সংক্রমন প্রতিরোধে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি তদারকির জন্য জোনভিত্তিক বিজিএমইএ’র ক্রাইসিস মনিটরিং টিম নিয়মিত পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ নেতৃবৃন্দ সাগরিকা বিসিক শিল্প এলাকায় অবস্থিত তৈরী পোশাক কারখানা মেসার্স মিজাব লিমিটেড পরিদর্শন করেন।
যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা প্রতিপালনে শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম. আহসানুল হক, মোহাম্মদ হাসান (জ্যাকি), বিজিএমইএ কমপ্লায়েন্স বিষয়ক কমিটি’র চেয়ারম্যান আ.ন.ম. সাইফউদ্দীন ও মঞ্জুর মোর্শেদ ফিরোজ, সাগরিকা এলাকাস্থ বিজিএমইএ ক্রাইসিস মনিটরিং টিমের সদস্যবৃন্দ সহ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও বিজিএমইএ কর্মকর্তাবৃন্দ। এই সময় সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাক শ্রমিকদের টিকার কোন বিকল্প নেই। চলমান কঠোর লকডাউনের মধ্যেও জীবন জীবিকার স্বার্থে বিজিএমইএ’র অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক সরকার পোশাক কারখানা চালু রাখার অনুমতি প্রদান করেছে। বিজ্ঞপ্তি