শেখ কামাল তৃণমূল থেকে রাজনীতির দীক্ষা নিয়েছেন

সভায় মোছলেম উদ্দিন আহমদ এমপি

‘শহীদ শেখ কামাল একজন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী আধুনিক বিজ্ঞান মনস্ক মানিবক মানুষ। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল উত্তোরাধীকারে সূত্রে নয়, তৃণমূল থেকে রাজনীতির দীক্ষা নিয়েছেন। একজন নির্লোভ ব্যক্তি। বঙ্গবন্ধুর পুত্র হিসেবে নয়, অনন্য গুণাবলীর অধিকারী শেখ কামাল নিজ যোগ্যতায় রাজনীতি করেছেন। ব্যক্তিত্ব ও মানুষকে কাছে টেনে নেয়ার অসামান্য ক্ষমতা ছিল শেখ কামালের। পিতার পরিচয় নিয়ে কখনো কোথাও প্রভাব বিস্তার করার চেষ্টা করেননি। ছাত্র রাজনীতিতে তিনি সকলের কাছে একজন অহমিকা মুক্ত ছাত্রনেতা হিসাবে নিজকে তুলে ধরতে সমর্থ হন।’
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান ক্রীড়া ব্যাক্তিত্ব শেখ কামালের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি একথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, এত বড় নেতার ছেলে হয়েও খুবই নিরহংকার ছিলেন শেখ কামাল। অসাধারণ মানুষ হয়েও তিনি সাধারণের মধ্যেই নিজেকে মানানসই মনে করতেন। সহজে সবার সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। বর্তমান সমাজে শেখ কামালের মতো একজন দক্ষ সংগঠকের অভাব বোধ করি। শেখ কামালের জীবন থেকে শিক্ষা নিতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক জাগরণে শেখ কামালের অবদান জাতি চিরদিন মনে রাখবে।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাসির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল হান্নান লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতী লীগ আহবায়ক দিদারুল আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।
সভার পূর্বে বঙ্গবন্ধুর সন্তান, ক্রীড়া ব্যাক্তিত্ব শেখ কামালের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মৌলানা ফজলুল কাদের। বিজ্ঞপ্তি