শুধুমাত্র ক্ষমতার রদবদল জনগণের মুক্তি আনবে না

জাসদের জনসভায় হাসানুল হক ইনু

জাসদের জনসভায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শুধুমাত্র ক্ষমতার রদবদল জনগণের কোন মুক্তি বয়ে আনবে না। যারা এখন গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসার চেষ্টা করছে তারা নিজেরাই গ্রেনেড দিয়ে বিরোধী মতকে ধ্বংস করার চেষ্টা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়ে অসংখ্য মানুষ হত্যা করেছে। তারেক জিয়ার মত একজন টাকা পাচারকারীর মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না। তিনি জাসদ নেতা জসিমুদ্দিন বাবুলকে চট্টগ্রাম ১১ আসনে ১৪ দলের প্রার্থী হিসাবে মনোনয়নের জন্য কথা বলবেন বলে জানান।

জাসদের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ৩টায় ইপিজেড চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবীন জাসদ নেতা আহম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন বন্দর থানা জাসদ সভাপতি মফিজুর রহমান।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা বেলায়েত হোসাইন, মোহাম্মদ হোসেন, আহম্মদ হোসেন নিজামী, ১৪ দলের শরীক দল ন্যাপের গাজী আলমগীর, ওয়ার্কাস পার্টির শরীফ চৌহান, গণ আজাদী লীগের মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মহানগর জাসদের সহ সভাপতি আবদুল লতিফ, উত্তর জেলা সহ সভাপতি একেএম শামছুদ্দীন প্রমুখ।

সভায় প্রধান বক্তা জাসদ সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল অবিলম্বে হালিশহরকে জোয়ারের পানি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সল্টগোলা রেল ক্রসিং এ উদ্বারকৃত জায়গায় হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি