শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি হচ্ছে

কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ‘ইতিহাসের শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি হচ্ছে। বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। তারা যদি কোনো অপকর্ম করতে চায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সকল স্তরের জনগণকে নিয়ে রাজপথে থেকে দাঁতভাঙ্গা জবাব দেবে। আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এক এবং অভিন্ন’। তিনি গতকাল চসিক নির্বাচনে নবনির্বাচিত ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা, ৩৭ নম্বর মুমিন নগর, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর, ওয়ার্ড কাউন্সিলর এবং ১১, ১২ নম্বর সংরক্ষিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে ও মো. সাইফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডের মো. আবদুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ডের গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক সুমন, সংরক্ষিত কাউন্সিলর ১১ নম্বর ওয়ার্ডের ফেরদৌসি আকবর ও ১২ নম্বর ওয়ার্ডের আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, মো. হাসান মুন্না, জাহেদুল আলম মিন্টু, নুর মোহাম্মদ, মঞ্জুর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি