শিল্পীদের জীবিকা রক্ষায় এগিয়ে আসার তাগিদ

চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চ্চা’র মানববন্ধন

চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চ্চা’র উদ্যোগে করোনাকালে চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী-কলাকুশলীরা আর্থিক সঙ্কটে বিপর্যস্ত তাদের জীবন-জীবিকা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ২৫ জুলাই সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক গীতিকার লিয়াকত হোসেন খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পঙ্কজ বৈদ্য সুজন, সাহাব উদ্দিন মজুমদার, কবিয়াল কল্পতরু ভট্টচার্য্য, শিল্পী মানস পাল চৌধুরী, ইকবাল হায়দার, মো. কামাল উদ্দিন, জেকব ডায়াস, ইমরান ফারুকী, জামাল আহমেদ, অরুন বণিক, ডিকে দাশ মামুন, সিদ্দিকুল ইসলাম, দীলিপ সেন গুপ্ত, নজরুল ইসলাম মোস্তাফিজ, মো. হাশেম, বরুন সেন দোয়েন, হেলাল উদ্দিন, হাসান মুরাদ চৌধুরী মামুন, জাফর ইকবাল, দিলীপ ভারতী, ইমদাদুল হক ইমরান, সায়েদুল করিম সাজু, শিল্পী দিদারুল ইসলাম, স ম জিয়াউর রহমান জিয়া, মুসলিম আলী জনি, পূর্ণিমা দাশ, রায়হান সুলতানা নিহা, সালমা আক্তার, রতœা বণিক, ফারুক হাসান, প্রকাশ চন্দ্র শীল, মুন্না ফারুক, আহিল সিরাজ, মঞ্জুরুল আলম, সমীরণ পাল, কামাল হোসেন, সজল দাশ, অঞ্জন মুজমদার, দোলন সেন, অচিন্ত্য কুমার দাশ, নারায়ন দাশ, মুন্নি সেন গুপ্ত, মো. ওবায়দুল্লা, মো. সাহাবুদ্দীন, জানে আলম জনি, সাফাত ইব্রাহিম, মো. সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালে কণ্ঠশিল্পী, বাদন শিল্পী, বাকশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, শব্দ যন্ত্রী (সাউন্ড কর্মী) মিলে কয়েক হাজার শিল্পীর বেঁচে থাকার সব পথ আজ রুদ্ধ। প্রকৃতি-জীবন-জীবিকা একাত্ব হলেই সৃষ্টি হয় সঙ্গীত। শিল্পীরাই এর ধারক এবং বাহক। গীতিকারের সৃজন, শিল্পী সার্থক পরিবেশনা সামগ্রিক পূর্ণতা পায় বাদন শিল্পী, শব্দ শিল্পীর চূড়ান্ত সহযোগিতায়। তাই শিল্পীদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি