শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মূকাভিনয় প্রদর্শনী

চট্টগ্রামে নাট্যতরী ও অ্যাকশান কাট ফিল্মের যৌথ আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মূকাভিনয় প্রদর্শিত হয়েছে। গত সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অ্যাকশান কাট ফিল্মের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মর্তুজার আহ্বানে ও নাট্যতরীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইকবাল জাভেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশপ্রেমিক মানুষ তৈরি করতে থিয়েটার চর্চার গুরুত্ব অপরিসীম সেই সাথে চলচ্চিত্রও একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে দারুণ সহায়তা করে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ), চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর মো. আমিনুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. অনুপ কুমার মিত্র, চট্টগ্রাম বন্দরে ট্রাফিক বিভাগের সাবেক পরিচালক গোলাম সারোয়ার, এ্যাম্বাসেডর এর ব্যবস্থাপনা পরিচালক শাহির আহমেদ, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মামুন ও মূকাভিনয়জন রিজোয়ান রাজন।

নাট্যতরী রক্তে অর্জিত বাংলা, ভার্চুয়াল এ্যাডিকশান ও মৌলিক অধিকার শিরোনামে তিনটি মূকাভিনয় প্রদর্শন করে। এছাড়াও অ্যাকশান কাট ফিল্মের ব্যানারে নির্মিতি তরুণ চলচ্চিত্র নির্মাতা ইহতিয়াজ ত্বকী পরিচালিত মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি ও প্যারেন্টিং এর উপর নির্মিত শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বন্দ্ব এবং থ্রি নট থ্রি এর বিশেষ প্রদর্শনী করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভাবে সহযোগিতা করে চট্টগ্রাম চার-ছয় গ্রুপ। বিজ্ঞপ্তি