শিরোপার জন্য আজ বাংলাদেশকে জিততেই হবে

অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

শেষ মঞ্চে দাঁড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার নিষ্পত্তি হবে টুর্নামেন্টের এবারের আসরের। শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। খবর জাগোনিউজের
২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। পরের দুইবার ফাইনালে উঠেও বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। এবার তিন দলের টুর্নামেন্ট বলে নেই ফাইনাল। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। শুক্রবার সেই শেষ ম্যাচ। দুই দলের প্রথম সাক্ষাতে নেপাল জিতেছিল ১-০ গোলে। যে কারণে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেপালিরা আছে একটু সুবিধাজনক অবস্থানে। তারা ম্যাচ না হারলেই চ্যাম্পিয়ন। কারণ তাদের পয়েন্ট ৯, বাংলাদেশের ৬। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে জিততেই হবে।