লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল’র জোন-৭ এর অ্যাডভাইজারি কমিটির সভা : সেবামূলক কার্যক্রম জোরদার করার তাগিদ

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশ-এর আওতাধীন রিজিয়ন-৪ এর চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ’র উদ্যোগে জোন-৭ এর গভর্নরস্ অ্যাডভাইজারি কমিটির সভা নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের রোকেয়া-হালিমা হলে অনুষ্ঠিত হয়। সভায় জোন-৭ এর আওতাধীন ক্লাবসমূহের প্রেসিডেন্টবৃন্দ স্ব-স্ব ক্লাবের রিপোর্ট পেশ করেন।
জোন-৭ এর জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন এসএম আশ্রাফুল আলম আরজু, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন গোপাল কৃষ্ণ লালা এমজেএফ, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আরিফ আহম্মেদ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মো. শওকত আলী চৌধুরী এমজেএফ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন’র প্রেসিডেন্ট লায়ন মো. হাকিম আলী, ট্রেজারার লায়ন মো. আব্দুল মোমিন, লায়ন্স ক্লাব অব চিটাগং আগ্রাবাদ’র প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার নঈমুল ইসলাম ফরিদ, সেক্রেটারি লায়ন মো. মনির হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, সেক্রেটারি, লায়ন ইঞ্জিনিয়ার এটিএম সেলিম রেজা, ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার মনতোষ মুহুরী প্রমুখ। বিজ্ঞপ্তি