রেলওয়ের ২০ কোটি টাকার জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক »

নগরের সরকারি সিটি কলেজ সংলগ্ন নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছিল অবৈধ দখলদাররা। এসব দখলমুক্ত করতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের প্রায় ৩০ শতক জায়গা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

বিষয়টি নিশ্চিত করে মো. মাসুদ রানা বলেন, প্রায় ২০ কোটি টাকার ৩০ শতক রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগ-দখল করে আসছিলো। জায়গাটি অবৈধ দখলমুক্ত করতে রেলওয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠায়। রেলওয়ের অনুরোধে আমরা বৃহস্পতিবার অভিযান পরিচালনা করি। অভিযানে ৩০ শতক জমি উদ্ধার করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় রেলওয়ে স্টেট অফিসারসহ অন্য কর্মকর্তা এবং নিরাপত্তার জন্য সিএমপি ও আরএনবি অভিযানে সহায়তা করেন।