রপ্তানিমুখী শিল্প লকডাউনের আওতামুক্ত রাখার আহ্বান

চেম্বার সভাপতির বিবৃতি

রপ্তানিমুখী শিল্প, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের উৎপাদন ও বিপণন কার্যক্রমকে আরোপিত বিধি-নিষেধের আওতামুক্ত রাখতে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম আহ্বান জানান। গতকাল এক বিবৃতির মাধ্যমে চেম্বার সভাপতি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি জানান, বৈশ্বিক মহামারী কোভিড ১৯ এর সংক্রমণ বিস্তাররোধে ২৮ জুন থেকে চলমান কঠোর লকডাউন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার কর্তৃক যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করার শর্তে ১৫ জুলাই থেকে ৮ দিনের জন্য শিথিল করা হয়েছে এবং ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুনরায় ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তিনি জানান, উক্ত বিধি-নিষেধ অনুযায়ী উল্লেখিত সময়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস, সকল শিল্প-কারখানা বন্ধ থাকবে এবং জরুরি পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে বন্দরসমূহ এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। এই পরিস্থিতিতে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডান্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারের লকডাউন পরিকল্পনাকে স্বাগতঃ জানিয়ে লকডাউন চলাকালীন দেশের অর্থনৈতিক কর্মকা-কে কিছুটা স্বাভাবিক রাখতে রপ্তানিমুখী শিল্প, শিল্পের কাঁচামাল, মৎস্য পরিবহন এবং দেশের বিশাল জনগোষ্ঠীর নিত্য ভোগ্য পণ্যের চাহিদাপূরণ, সংকটরোধসহ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এ সকল পণ্যের উৎপাদন ও বিপণনকে বিধি-নিষেধের আওতামুক্ত রাখার বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। বিজ্ঞপ্তি