মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের জয়

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

প্রিমিয়ার ফুটবল লিগে আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে। বসুন্ধরা কিংস চার ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তুলেছে। এবার চলছে রানার্সআপ ছাড়াও শীর্ষ চারে থাকার লড়াই। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। একই দিনে শেখ রাসেলকে ৪-২ গোলে হারের তিক্ত স্বাদ দিয়েছে সাইফ স্পোর্টিং।

মোহামেডান ২০ ম্যাচে ১০ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ব্রাদার্স এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে তলানিতে। সাইফ স্পোর্টিং ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। শেখ রাসেল তৃতীয় হারে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। আর্মি স্টেডিয়ামে ৪১ মিনিটে শাহেদ হোসেন মিয়ার গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে। এই গোলের পরই ব্রাদার্সের হার নিশ্চিত হয়। অপর দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নবম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। নাইজেরিয়ান ফরোয়ার্ড জন ওকোলির কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসার পর গোলমুখে থাকা শেখ রাসেলের আসাদুজ্জামান বাবলুর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। চার মিনিট পরই ওবি মোনেকের গোলে সমতায় ফিরেছিল শেখ রাসেল। কিন্তু আধিপত্য দেখিয়ে পরে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং-ই। ২৭ মিনিটে আবিদ আহমেদের লম্বা ক্রসে নিখুঁত শটে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ইকেচুকু কেনেথ। ৪০ মিনিটে ব্যবধান আরও বাড়ান ওকোলি। হেডে করে ঠিকানা খুঁজে নেন এই নাইজেরিয়ান।

দ্বিতীয়ার্ধে সাইফের গোল ব্যবধান বাড়তে সময় লাগেনি। ৫২ মিনিটে ইকেচুকেু কেনেথ ঠিকানা খুঁজে নেন জালের। শেখ রাসেল ৬৩ মিনিটে ওবি মোনেকের গোলে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি। সাইফুল বারী টিটুর দল ৪-২ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে।