মুশফিক সত্যিকারের নায়ক : আফ্রিদি

সুুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
করোনার দুর্যোগে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলেন মুশফিকুর রহিম। নিলাম থেকে সেই ব্যাট কিনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এই দুর্যোগকালে মানুষের পাশে থাকতেই ব্যাটটি কিনেছেন পাকিস্তান তারকা। সেইসঙ্গে এই মহৎ কাজের জন্য মুশফিককে সত্যিকারের নায়ক বলে উল্লেখ করেন আফ্রিদি।
গত শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুক লাইভে মুশফিক জানান, শহিদ আফ্রিদি নিলাম থেকে তার ব্যাটটি কিনেছেন। ১৬ লাখ ৮০ হাজার টাকায় ব্যাটটি কিনেছে পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদির ফাউন্ডেশন।
ব্যাট কেনার পর মুশফিককে ধন্যবাদ জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন আফ্রিদি। মুশফিকের ফেসবুক পেজে পোস্ট করা সেই ভিডিওতে আফ্রিদি বলেন, ‘মুশফিক, আপনি মানুষের জন্য যে কাজ করছেন, তা সত্যিকারের নায়করা করে থাকেন। আমরা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে আমাদের সবারই পরস্পরের পাশে থাকা জরুরি। বাংলাদেশ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, যেভাবে আমাকে আপন করে নিয়েছেন আপনারা, তা সব সময়ই মনে থাকবে আমার।’
আফ্রিদি আরো বলেন, ‘আমি পাকিস্তানিদের পক্ষ থেকে আপনার ক্রিকেট ব্যাট কিনে আপনার এই ভ্রমণের সঙ্গী হতে চাই, পুরো পাকিস্তান ও শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। আমাদের দোয়া আপনাদের সঙ্গে থাকবে। আল্লাহ সহায় হলে এই রোগ থেকে আমাদের মুক্তি মিলবে এবং আবার মাঠে আমাদের দেখা হবে।’
এর আগে নিলামে নাম ঘোষণার পর মুশফিকও আফ্রিদির প্রশংসা করেন, ‘অনেক আগে থেকেই আফ্রিদির অনেক বড় ফ্যান। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের ভালো স্মৃতি আছে অনেক। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনা ভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন। এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত।’
খবর : এনটিভিবিডি’র।