মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট ঘিরে ব্যাপক সাড়া

মাঠে গড়াবে ৯ অক্টোবর

এ জেড এম হায়দার :
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। সংস্থার নিজস্ব অর্থায়নে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে ৪ দলে খেলার জন্য রেকর্ড সংখ্যক ১৭১ জন ফুটবলার নাম অর্ন্তভূক্ত করেছেন। প্রতি দলে ৩ জন গোলরক্ষক ও অন্য পজিসনের জন্য ২জন করে ২৩জনকে রাখা হবে। স্বাধীনতার পর থেকে দায়িত্ব পালন করা প্রয়াত চারজন সাধারণ সম্পাদকের নামে দলের নামকরণ করা হবে। টুর্নামেন্ট শুরুর আগে বাছাইকৃত খেলোয়াড়দের দুই সপ্তাহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চার দলের খেলোয়াড়দের আর্থিক সম্মানী ও প্রতি খেলার সেরা খেলোয়াড়কে পুরস্কার দেয়া হবে বলে জানান সমন্বয়কারী। টুর্নামেন্টে চার দল সিঙ্গেল লিগ ভিত্তিতে খেলবে এবং শীর্ষস্থানীয় দল দল শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের সমন্বয়কারী ও সংস্থার নির্বাহী কমিটির সদস্য মো. শাহজাহান এ তথ্য জানিয়ে বলেন, চার দলের জন্য প্রধান ও সহকারী কোচও চূড়ান্ত করা হয়েছে। প্রধান কোচ হিসেবে এজহারুল হক টিপু, হায়দার কবির প্রিন্স, সামশুদ্দিন, নাছিরউদ্দিন এবং সহকারী হিসেবে দেবাশীষ বড়–য়া, আসাদুর রহমান, আনোয়ার হোসেন ও নাজিমউদ্দিন নাজু দায়িত্ব পালন করবেন।
মহামারী করোনার জন্য খেলাধূলা বন্ধ থাকার পর স্বাস্থ্য মন্ত্রনালয় স্বাস্থবিধি মেনে সীমিত আকারে খেলাধূলা আয়োজন করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি প্রেরণ করার পর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছিরউদ্দীন প্রাথমিকভাবে চারদলকে নিয়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেন। ঝিমিয়ে পড়া খেলাধূলাকে পুনরায় চাঙ্গা করার লক্ষ্যে সংস্থার এ আয়োজন। চট্টগ্রামের স্থায়ী জাতীয় দল, বি লিগ, চ্যাম্পিয়নশিপ, চট্টগ্রাম প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের খেলোয়াড়ই এ টুর্নামেন্টে খেলতে পারবেন।