মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে প্রতিহত করার তাগিদ

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের স্মৃতিচারণ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ বেদীতে গতকাল পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের উদ্দেশ্য স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৮ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচার সরকার এই গণহত্যা চালিয়েছিল। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই দিনে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বক্তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করতে আহ্বান জানান এবং নিহত আত্মার প্রতি শান্তি কামনা করেন। পুষ্পস্তবককালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু মো. হাশেম, মো. আবদুর রশীদ, সিনিয়র আইনজীবী যথাক্রমে আলী আশরাফ চৌধুরী, কাজী মোহাম্মদ নজমুল হক, অনুপম চক্রবর্ত্তী, কিশোর কুমার দাশ, চন্দন বিশ্বাস, চন্দন তালুকদার, আবদুল মন্নান, নোমান চৌধুরী, পাপড়ী সুলতানা, এস এম অহিদুল্লা, শাহেদুল আজম শাকিল, জুবাঈদা সরোয়ার চৌধুরী নিপা, মো. রাশেদ ফারুকী, আবদুল আল মামুন, যীশু রায় চৌধুরী, মনজুরল আজম চৌধুরী, উজ্জ্বল সরকার, মহিবুল্লাহ চৌধুরী, মো. নজরুল ইসলাম, রনি কুমার দে, মো. কায়সার, টিপু শীল জয়দেব, মোমেনুর রহমান, কার্য নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী (টিপু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন, নির্বাহী সদস্য যথাক্রমে মুহাম্মদ শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলমসহ অসংখ্য আইনজীবী। বিজ্ঞপ্তি