মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়া অবিচ্ছেদ্য অংশ

খাদ্যসামগ্রী বিতরণকালে এরশাদ উল্লাহ

‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক সমুজ্জল নাম। ১৯৭১ সালে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধে জিয়ার যে অবদান তা জাতি সারাজীবন স্মরণ রাখবে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। ’
বুধবার চান্দগাঁও থানা বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে সংগঠনের কার্যলয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এসব কথা বলেন।
ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও মাসুদুল কবির রানা পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সিনিয়র সদস্য এরশাদ উল্লাহ, প্রধান বক্তা নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ছৈয়দ আজম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সদস্য ইকবাল চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, নগর বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক ছৈয়দ সেহাব উদ্দীন আলম, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম এ হামিদ, চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খান, চান্দগাঁও থানা যুবদল সাবেক আহ্বায়ক ও নগর বিএনপি নেতা জাফর আহম্মদ, চবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আশরাফ, চান্দগাঁও থানা বিএনপি নেতা মোশারফ উদ্দীন, বায়েজিদ থানার সদস্য সচিব মো. ইসমাইল, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শাহীন প্রমুখ। বিজ্ঞপ্তি