মাচায় ঝুলছে থোকায় থোকায় আঙুর

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা »

দীঘিনালায় একটি বাগানে আঙুরের প্রচুর ফলন হয়েছে। দেখে যেন মনে হয়, আঙুরের ভারে নুয়ে পড়া লতাটা ছিঁড়ে যাবে। বাগান মালিক জানান, গত ২/৩ বছর যাবৎ আঙুর উত্তোলন করছেন এ বাগান থেকে।

সরেজমিনে গত বুধবার উপজেলার হরি কুমার মহাজন পাড়ায় গিয়ে দেখা যায়, ওই গাছে প্রচুর আঙুর। বাগানের পরিচর্যা করছেন মালিক বিভাস ত্রিপুরা। তিনি জানান, গত ৭/৮ বছর আগে উপজেলার সুধীর মেম্বারপাড়া থেকে এনে সখ করে চারা রোপন করি। গত বছর প্রায় বিশ কেজি আঙুর উত্তোলন করি। এবছরও প্রচুর ফলন হয়েছে।

এ ব্যাপারে দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকি বলেন, বিভাস ত্রিপুরার আঙুর বাগান আমি দেখেছি। আঙুরের ফলন ভালো তবে স্বাদের বিষয়টি হলো খুবই টক। তাই কিছু পরিচর্যা করার পরামর্শ দিয়ে এসেছি। সেভাবে কাজ করলে ভালো ফল পাবে।