মহানগর লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে জেলা গভর্নর : দুস্থ মানুষের জন্য কাজ করতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগর কর্তৃক জেলা গভর্নর ও গভর্নর টিমকে জামালখানস্থ সিনিয়রস ক্লাব লিমিটেডে শারীরিক দূরত্ব বজায় রেখে অভ্যর্থনা জানানো হয়।
লায়ন প্রকৌশলী দিবাকর সেনগুপ্তের সভাপতিত্বে ও লায়ন প্রকৌশলী ঝুলন কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য।
প্রথম পর্বের অনুষ্ঠানে ক্লাব মেম্বারদের স্কুলিং করানো হয়। স্কুলিং প্রোগ্রাম পরিচালনা করেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী ও এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী।
দ্বিতীয় পর্বে ডিজি টিম এর অতিথিবৃন্দ সংবর্ধিত হন। এরা হলেন যথাক্রমে লায়ন্স জেলা গভর্নর লায়ন ডা.সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন মো. শওকত আলী চৌধুরী, মনির আহমেদ চৌধুরী, লায়ন মনিরুল কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করতে হবে।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গভর্নর অ্যাডভাইজার লায়ন সুভাষ চন্দ্র সূত্রধর, ডা. শ্যামল বৈদ্য, মীর্জা আকবর আলী চৌধুরী, ডা. দেবাশীষ দত্ত, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উত্তম কুমার দাশ, লায়ন পলাশ ধর, পরিমল কান্তি দাশ, রতন কুমার শীল, ডা. বিদ্যুৎ বিশ্বাস। বিজ্ঞপ্তি