‘মহব্বত’ নিয়ে আসছেন নিশো-মেহজাবীন!

সুপ্রভাত ডেস্ক :
বুক চিন চিন করার পর ‘মহব্বত’ তো হওয়ারই ছিল। তাইতো মফস্বল শহরের বখাটে যুবক নিশোর মহব্বতে মজেছে হাজি সাহেবের যোগ্য মেয়ে মেহজাবীন।
রুবেল হাসানের পরিচালনায় এবার এমনই দুটি বিপরীত ¯্রােতের চরিত্রকে এক হতে দেখা যাবে। ‘মহব্বত’ শিরোনামের নাটকটির চিত্রনাট্যে রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং প্রযোজনা করেছে সিএমভি।
এ বিষয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার আগে বিশেষ চমক হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। খবর : ডেইলিবাংলাদেশ’র।