ভিয়া রিয়ালকে হারালেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

 

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

লা লিগায় অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। টানা নয় ম্যাচ জিতে খেতাবের আরও কাছে পৌঁছে গেল জিদানের দল। বাকি দু ম্যাচ থেকে দু পয়েন্ট পেলেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবেন সের্জিও র‌্যামোসরা। বৃহস্পতিবার ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ ভিয়া রিয়াল। সেই ম্যাচ জিততে পারলেই এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন করিম বেনজামারা।

সোমবার রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারায় লিগ লিডাররা। অ্যাওয়ে ম্যাচে জিততে অবশ্য যথেষ্ট বেগ পেতে হয় করিম বেনজামাদের। খেলার ১৬ মিনিটের মধ্যেই দু গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমে গোল করেন ফরাসি ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। ৬ মিনিটের মধ্যেই রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুন করেন করিম বেনজামা।

দ্বিতীয়ার্ধে অবশ্য ব্যবধান কমিয়ে রিয়ালকে চাপে ফেলে দিয়েছিল গ্রানাডা। বেশ কয়েকবার কঠিন পরীক্ষার সামনেও পরতে হয় রিয়াল ডিফেন্সকে। খেলার শেষদিকে গোললাইন সেভ করেন অধিনায়ক র‌্যামোস। শেষপর্যন্ত দুই-এক গোলের লিড ধরে রাখতে সফল হয় রিয়াল। রিজার্ভ বেনচে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন জিনেদিন জিদান।

৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্ট পিছনে বার্সেলোনা। দুটি করে ম্যাচ বাকি দুই দলেরই। বৃহস্পতিবার ঘরের মাঠে  ভিয়া রিয়ালের বিরুদ্ধে জিতে লা লিগা খেতাব নিশ্চিত করতে মরিয়া রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে ২০১৬-১৭ মরশুমের পর লা লিগা ট্রফি আসবে স্যান্তিয়াগো বার্নাব্যুতে।

খবর : জিনিউজ’র।