ভারতের মণিপুরের ভূমিকম্পে দেশের পূর্বাঞ্চলে কম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সীমান্তের পূর্বে ভারতের মণিপুর রাজ্যের কেকচিং এলাকায় ৫ দশমিক এক রিকটার স্কেলের ভূমিকম্প হয়েছে। আজ রাত ৮টা ৪২ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী, কুমিলস্না ও সিলেট এলাকায় অনুভূত হলেও কোথাও তেমন কোনো ড়্গয়-ড়্গতি হয়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগারগাঁও থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মণিপুর রাজ্যের কেকচিং এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ৫ দশমিক ১ রিকটার এই ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ৫৬ কিলোমিটার গভীরে উৎপত্তি লাভ করে।

এদিকে ভূ-কম্পবিদদের সাথে কথা বলে জানা যায়, মণিপুর রাজ্যের যেখানে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে সেই এলাকা দিয়ে একটি ফল্ট লাইন রয়েছে। বাংলাদেশের পূর্ব দিয়ে যাওয়া সেই ফল্ট লাইনটি পাবর্ত্য চট্টগ্রামের পাশ দিয়ে ভারতের মনিপুর রাজ্যের উপর দিয়ে মেঘালয়, আসাম হয়ে হিমালয় পর্বতমালা পর্যনত্ম বিসত্মৃত।