ব্লেড দিয়ে এঁকে শিশু নির্যাতন! পটিয়ায় সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পটিয়া :

আট বছরের এক শিশুকে সৎ মা ব্লেড দিয়ে এঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শিশু মায়শা আকতারকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

সে উপজেলার শোভনদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামের নম্বর ওয়ার্ডের রিকশাচালক নাজিম উদ্দিনের কন্যা। সৎ মা শিশুটির দুই হাত, পা শরীরের বিভিন্ন অঙ্গে ব্লেড দিয়ে এঁকে নির্যাতন করে। সৎ মা নিশু আকতারের বিরুদ্ধে স্বামী নাজিম উদ্দিন বাদি হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শোভনদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিকশাচালক নাজিম উদ্দিনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পার্শ্ববর্তী করিম সওদাগরের কন্যা নিশু আকতারকে বিয়ে করে। নাজিমের প্রথম সংসারে এক কন্যা এক পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে নয় মাসের কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারের নয় মাসের শিশুকে দেখাশুনার ইস্যু নিয়ে সৎ মা প্রায় সময় মায়শাকে নির্যাতন করে। সারা শরীরে ব্লেড দিয়ে এঁকে, হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। তাছাড়া দাঁত দিয়ে কামড়ে আঘাত করে। রিকশা চালক নাজিম উদ্দিন জানিয়েছেন, তার দ্বিতীয় স্ত্রী নিশু প্রথম সংসারের কন্যা মায়শাকে প্রায় সময় নির্যাতন করে থাকে। সৎ মা ব্লেড দিয়ে এঁকে, হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করলে স্থানীয় লোকজনসহ মায়শাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করে

পটিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোছাম্মৎ তসলিমা জানিয়েছেন, শিশুকে ব্লেড দিয়ে এঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে সৎ মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান