ব্রাজিল তারকার জোড়া গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগার শিরোপা জয় আর সম্ভব নয় রিয়াল মাদ্রিদের পক্ষে। যে কারণে ট্রেবল জয়ের সম্ভাবনাও নেই। তবে, আরও দুটি ভ্যালুয়েবল শিরোপা জয়ের সম্ভাবনা ছিল লজ ব্লাঙ্কোজদের সামনে। যার একটি শনিবার রাতে জিতে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কোপা ডেল রে’র সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ওঠার পরই বোঝা গিয়েছিলো, রিয়ালই হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন। ফাইনালে প্রতিপক্ষ ছিলো ওসাসুনা। শনিবার রাতে শিরোপা লড়াইয়ে ওসাসুনার মুখোমুখি হয় রিয়াল। সেখানেই ২-১ গোলে ওসাসুনাকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। লজ ব্লাঙ্কোজদের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো
এই দুই গোলেই অবদান ছিলো আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। মূলত তার বানিয়ে দেয়া বলই শেষ মুহূর্তে জালে জড়ান রদ্রিগো। ওসাসুনার হয়ে একটি গোল করেন লুকাস তোরো। ২০১৪ সালের পর আর কোনো কোপা ডেল রে শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অথচ, এই সময়ের মধ্যে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছে তারা। এ নিয়ে ২০তম কোপা ডেল রে শিরোপা জিতলো মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি। সর্বোচ্চ ৩১টি কোপা শিরোপা রয়েছে বার্সার এবং ২৩টি রয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ের।
ওসাসুনার সামনে প্রথম কোনো বড় শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু ২০০৫ সালের পরও এবারও তারা ব্যর্থ হলো। ২০০৫ সালেও কোপার ফাইনালে উঠেছিলো ক্লাবটি। সর্বশেষ ৩ ম্যাচের মধ্যে ২টিই হেরেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানসিটির মুখোমুখি হওয়ার আগে এমন বাজে পারফরম্যান্স ভাবাচ্ছিলো রিয়াল সমর্থকদের। সে কারণে ওসাসুনার বিরুদ্ধে কোপার ফাইনাল ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারওপর, লা লিগায় বার্সার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে শিরোপা জয়ের সম্ভাবনাও নেই। সে কারণে কোপার এই শিরোপাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল রিয়ালের কাছে। খবর জাগোনিউজ’র